এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০০৩

আল্লাহর উচিত নতুন নবি পাঠানো যে নতুন এবং আধুনিক ধর্মগ্রন্থ আনবে!

কুরআনের বর্ণনা খুব বেশী প্রাচীণ। বিশ্বজগতের যে বর্ননা কুরআন দিয়েছে সেটা ১৪০০ বছর আগের মানুষের জন্য উপযুক্ত হলেও একবিংশ শতাব্দিতে এসে এটি আর উপযুক্ত নয়। যদি সৃষ্টিকর্তা সত্যিউ নবী রাসুল প্রেরণ করে থাকে তবে তার উচিত আধুনিক যুগে একজন নবী পাঠানো যে একটি আধুনিক ধর্মগ্রন্থ আনবে। এবং সেই ধর্মগ্রন্থ বিজ্ঞানের আধুনিক বিষয়গুলো থাকবে। বিশেষ করে বিশ্বজগতের যে বর্ণনা কুরআন থেকে পাই সেটা দেখলে মনে হয় মানুষ যতটুকু দেখেছে পৃথিবীর বুকে দাড়িয়ে ততটুকুই আল্লাহ কুরআনে বর্ণনা করেছে। যদি আল্লাহ ইসলামকে মানুষের কাছে গ্রহনযোগ্য করে তুলতে চায় তবে তার উচিত আরেকজন নবী পাঠানো যে আরেকটি ধর্মগ্রন্থ আনবে যাতে বিশ্বজগতের বর্ণনা কুরআনের প্রাচীণ বর্ণনার চেয়ে বেশী থাকবে।