এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

অস্তিত্ব সংকট এবং গুজামিলের ধর্ম ।

ধর্মগুলো অস্তিত্ব সংকটে ভুগছে বিজ্ঞান যতই এগিয়ে যাচ্ছে অজ্ঞতা ততই দুর হচ্ছে ফলে অজ্ঞতা দ্বারা সৃষ্ট ধর্মগুলোও অস্তিত্ব সংকটে ভুগছে
ইসলাম, খৃস্টান এবং ইহুদী এই ধর্মগুলো (আব্রাহামিক ধর্ম) মানব সৃষ্টি সম্পর্কে প্রাচীন গল্পকাথার আশ্রয় নিয়েছে প্রাচীন মানুষ জানতো না মানুষ কিভাবে পৃথিবীতে আবির্ভুত হয়েছে কিন্তু তারা তাদের কৌতুহল মেটাতে তৈরী করেছে নানা গল্প-উপকথার আর তার মধ্যে আদম হাওয়ার গল্প খুব উল্লেখযোগ্য এই গল্প বা রুপকথাটি ধর্মে চলে এসেছে বা ধর্মের সৃষ্টিকর্তা প্রাচীন মানুষ এই গল্পটিকে ধর্মে ব্যবহার করেছে ফলে ধর্মগুলো বিশ্বাস করে এসেছে কোন এক (কাল্পনিক) সৃষ্টিকর্তা প্রথমে পৃথিবী থেকে মাটি নিয়ে আদম নামের প্রথম মানুষকে সৃষ্টি করেছে এবং তার শরীরের অংশ থেকে হাওয়াকে সৃষ্টি করেছে আর আদম হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয়েছে
কিন্তু বিজ্ঞান আজ বলছে মানুষ কোন এক আদম-হাওয়া জুটি থেকে আবির্ভুত হয়নি বরং মানুষ বিবর্তনের মাধ্যমে অন্য কোন প্রাণী থেকে বিবর্তিত হয়ে মানুষ হিসেবে আবির্ভুত হয়েছে প্রথমে জড় পদার্থ থেকে এককোষী জীবের উদ্ভব হয়েছে । (প্রথমে অজৈব জড় থেকে জৈব জড় তৈরী হয়েছে এবং পরে জৈব জড় থেকে জীব তৈরী হয়েছে ।) এবং এককোষী জীব থেকে বহুকোষী জীব (উদ্ভিদ ও প্রাণী) তৈরী হয়েছে এভাবে এক জীব থেকে এই বিশাল জীবজগৎ তৈরী হয়েছে এক প্রাণী থেকে আরেক প্রাণী বিবর্তিত হয়ে তৈরী হয়েছে প্রাণী জগৎ শিপ্পাঞ্জী, গড়িলা এবং মানুষ একই প্রাণী থেকে বিবর্তিত হয়েছে

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

সৃ্ষ্টিকর্তা কি মানুষকে সৃষ্টি করেছে? নাকি মানুষই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে?

আসলে সৃষ্টিকর্তাতো এই বিশ্বজগতকে এবং মানুষকে সৃষ্টি করেনি; কারণ সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব নেই। বরং মানুষই তার কল্পনা দিয়ে সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে। আমরা জানি মানুষের কল্পনা করার সক্ষমতা রয়েছে। এবং মানুষ তার কল্পনা শক্তির সাহায্যে নানা রকমের কাল্পনিক গল্প এবং চরিত্রে তৈরি করতে পারে। বর্তমানের হলিউডের সিনেমাগুলোই এর প্রমাণ। অপরদিকে এইসব সিনেমার কাহিনীগুলো পৃথিবীর প্রচলিত সৃষ্টিকর্তা (রুপকথার) গল্পের চেয়ে হাজার গুন উন্নত। যেহেতু সৃষ্টিকর্তার অস্তিত্বের কোন প্রমাণ নেই এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকা সম্ভব নয় তাই একথা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেনি বরং মানুষই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তার কল্পনার দ্বারা।