এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

সৃ্ষ্টিকর্তা কি মানুষকে সৃষ্টি করেছে? নাকি মানুষই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে?

আসলে সৃষ্টিকর্তাতো এই বিশ্বজগতকে এবং মানুষকে সৃষ্টি করেনি; কারণ সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব নেই। বরং মানুষই তার কল্পনা দিয়ে সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে। আমরা জানি মানুষের কল্পনা করার সক্ষমতা রয়েছে। এবং মানুষ তার কল্পনা শক্তির সাহায্যে নানা রকমের কাল্পনিক গল্প এবং চরিত্রে তৈরি করতে পারে। বর্তমানের হলিউডের সিনেমাগুলোই এর প্রমাণ। অপরদিকে এইসব সিনেমার কাহিনীগুলো পৃথিবীর প্রচলিত সৃষ্টিকর্তা (রুপকথার) গল্পের চেয়ে হাজার গুন উন্নত। যেহেতু সৃষ্টিকর্তার অস্তিত্বের কোন প্রমাণ নেই এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকা সম্ভব নয় তাই একথা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেনি বরং মানুষই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তার কল্পনার দ্বারা।