এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

একজন বুদ্ধিমান মানুষের উচিত সব ধরণের অর্থহীন কাজ করার আগে সেই কাজের নানা দিক চিন্তা করা।

যখনই দেখবেন আপনার চারপাশের মানুষগুলো কিছু অর্থহীন কাজে নিয়োজিত তখন আপনার উচিত নয় সেই সব অর্থহীন কাজে নিজেকে নিয়োজিত রাখা। বেশিরভাগ মানুষই তার চারপাশের আচার আচরণ দ্বারা প্রভাহিত হয়। যদিও সেসব কাজ সব সময়ই সত্য হয় না। তাই একজন বুদ্ধিমান মানুষের উচিত সব ধরণের অর্থহীন কাজ করার আগে সেই কাজের নানা দিক চিন্তা করা। যদি সেই কাজের কোন সত্যতা থাকে এবং সেটির পক্ষে বহু প্রমান উপস্থিত থাকে তবেই কেবল একজন সচেতন মানুষের উচিত সেই কাজের পক্ষ নেওয়া।
তা না হলে সত্য এবং মিথ্যার পার্থক্য করা খুবই অসম্ভব হবে। আমাদের ভূলে গেলে চলবে না যে, বেশীর ভাগ মানুষই ভেরার মতো আনুগত্য হতে পছন্দ করে। যদি সেটা অর্থহীন কাজও হয় তবুও।
এর উৎকৃষ্ট প্রমাণ আপনারা ধর্মগুলোর আচার অনুষ্ঠানগুলো দেখলেই পাবেন। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ নানা রকম অর্থহীন কাজ করে চলেছে তাদের কল্পনাকে সত্য বলে অন্ধের মতো বিশ্বাস করে। এগুলোর পক্ষে কোনরুপ বাস্তব প্রমাণ না পেয়েই।