এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০০৪

বিশ্বজগতের কোন সৃষ্টিকর্তা নেই। যদি থাকতোই তবে সৃষ্টিকর্তা প্রেরিত পয়গম্বরদের দেওয়া ধারণাগুলো সত্যি হতো! অথচ তাদের কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। আদম-হাওয়ার গল্প মতে মানুষ পৃথিবীতে আসেনি। বিগ ব্যাং-এর মাধ্যম বিশ্বজগত সৃষ্টিতে কোন সৃষ্টিকর্তারই দরকার পরেনি। পৃথিবীতে কোন প্রমাণই নেই যাতে প্রমাণ করে সৃষ্টিকর্তার অস্তিত্ব বাস্তব। বরং বিজ্ঞানের সব আবিষ্কারগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিশ্বাজগত কোন সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি। কুরআন কোন সৃষ্টিকর্তার বাণী নয়। কুরআন প্রাচীণ এক আরবের প্রাচীণ মানুষ মুহাম্মদ (সাঃ) এর নিজের বানানো। সৃষ্টিকর্তা বলে কোন কিছু নেই।