এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৪ অক্টোবর, ২০০৯

কথোপোকথন : নাস্তিক আর আস্তিকের মধ্যে চলমান রেষারেষি

"সত্য আর মিথ্যার পার্থক্য সব সময়ই ছিল এবং সবসময়ই থাকবে। ঠিক তেমনি নাস্তিক আর আস্তিকের মধ্যে চলমান রেষারেষি চিরকাল ধরেই চলতে থাকবে।" বললেন আমার এক পরিচিত বড় ভাই।
"আপনি পুরোপুরি মিথ্যা বলেননি! ব্যবধান সব সময়ই থাকবে কথাটা সত্য। কিন্তু তাই বলে তাদের মধ্যকার সত্য মিথ্যার রেষারেষি যে চিরকালই থাকবে সেটি সত্য নয়। যেদিন ধর্মগুলো সমুলে উৎপাটন করে দেওয়া হবে তারপর থেকে দেখবেন নাস্তিক আস্তিকের কোন দন্দ নেই। সবাই নাস্তিক হয়ে একে অন্যের ভাই ভাই হয়ে গেছে।" আমি তাকে প্রতিউত্তরে জানিয়ে দিলাম।
সে চোখ বাঁকা করে আমার দিকে তাকিয়ে থাকলো কিন্তু কোন কথা বললো না।