এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

আমাদের উচিত মানবিক মানুষ হওয়া।


ইদানিং দেখছি বাংলাদেশি নাস্তিকদের মধ্যে সহনশীলতা, ধোর্য্যশক্তি এবং সহমর্মিতা অনেক কমে গেছে। আমরা যারা বাংলাদেশি নাস্তিক তারা মাথার উপর পাহাড় নিয়েছি। আমরা এই দেশের ধর্মান্ধদের আলোর মূখ দেখাতে আমরা কারছি। তাই আমাদের উচিত অনেক অনেক বেশি ধোর্য্য ধরা, সহনশীল হওয়া এবং সর্বপরি আস্তিকদের প্রতি সহমর্মি হওয়া। কারণ এই আস্তিক শেণী ছোটবেলা থেকে ধর্মবাজদের দ্বারা এবং তার পরিবার দ্বারা ধর্মের মিথ্যাচারে অর্থাৎ কুসংস্কারে অন্ধবিশ্বাসী হয়ে উঠে। ফলে সত্য মিথ্যা যাচাই করার মতো মানসিকতা বা বুদ্ধির স্বাধীনতার সক্ষমতা পায় না। তাই অন্ধবিশ্বাসী, কুসংস্কারাচ্ছন্ন হওয়া এবং ভয়ংকর ধর্মোন্মাধ হওয়া সত্যেও আমাদের উচিত তাদেরকে মানুষ করে তুলা, জ্ঞানের আলোয় তাদের অন্ধকারাচ্ছন্ন মনটাকে আলোকিত করার চেষ্টা করে যাওয়া। তাদেরকে মানসিক রোগী হিসেবে দেখা। কারণ আমাদের মনে রাখতে হবে আমরা পাহাড়ের মতো দ্বায়িত্ব কাধে নিয়েছি। আমাদের গালাগালি করলে চলবে না। ওই সব অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসী মানুষগুলো আমাদেরই ভাই। একজন ভাই তার ভাইকে যেভাবে অন্ধকার থেকে, কুসংস্কার থেকে যেভাবে উদ্ধার করে ঠিক সেভাবে আমাদেরও উচিত আমাদের দেশের ধর্মাচ্ছন্ন অজ্ঞ মানুষগুলোকে মানুষ করে তুলা।
এজন্য আমাদের গালাগালি করলে চলবে না। মনে রাখতে হবে নাস্তিক হওয়াটা অনেক কঠিন হলেও শুধুমাত্র নাস্তিক হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং আমাদের একজন মানবিকতা সম্পন্ন প্রকৃত মানুষ হতে হবে। তাই আমি নাস্তিক হয়েছি আর আমার একমাত্র দায়িত্ব ধর্মের মিথ্যাবাদিতা প্রকাশ করা, এর বাইরে আমার কোন দায়িত্ব নেই" এমনটি ভাবার কোনই কারণ নেই। আমাদের শুধু নাস্তিক হলেই চলবে না বরং একজন মানবিকতা সম্পন্ন ভালো মানুষ হতে হবে।
তাই আসুন আমরা অযথা গালাগালি পরিহার করে ধোর্য্য সহকারে আস্তিক কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসীদেরকে খুব ভালো ভাবে একজন ভাইয়ের মতো করে বোঝাই। তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলার চেষ্টা করি। তারা যেন আমাদেরকে তাদের শত্রু না ভাবে সেভাবে ব্যবহার করে চলি।
তাদের ধর্মের সমালোচনা করি কিন্তু তাদের সমালোচনা নয়। তারা মানসিক রোগী ছাড়া আর কিছুই নয়-এমনটা মনে করে তাদের প্রতি সহমর্মি হই। যারা সন্ত্রাসী নয় (ধর্মীয় সন্ত্রাসী নয়) তাদেরকেই আমরা মানুষ করার চেষ্টা করে যাব। তাদের মিথ্যা ধর্মগুলোতে আয়াত করবো কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করে যাবো। একজন মানসিক রোগীর সাথে ডাক্তার যেমনটা আচরণ করে ঠিক সেভাবে।
তাই আমাদের উচিত নাস্তিক হবার সাথে সাথে একজন মানবিক মানুষ হওয়া এবং ধর্মান্ধ মানুষগুলোকে ভালো করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন