এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১২ নভেম্বর, ২০০৬

ধর্ম নিয়ে মাতামাতি বা এর পিছনে সময় অপচয় করার কোন মানেই হয় না। ধর্ম থেকে দুরে থাকাই মানুষের উচিত কর্তব্য।

পৃথিবীর কোন সৃষ্টিকর্তা নেই এটা আজ প্রমাণিত সত্য। তাই ধর্ম নিয়ে মাতামাতি বা এর পিছনে সময় অপচয় করার কোন মানেই হয় না। ধর্ম থেকে দুরে থাকাই মানুষের উচিত কর্তব্য। প্রার্থনা কোন কাজে আসে না সৃষ্টিকর্তা নেই তাই। আর তাই প্রার্থনার পেছনে মানুষের সময় অপচয় করাটা চরম বোঁকামী। বরং মানুষ যেন প্রার্থনায় সময় না অপচয় করে কোন গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় করে। অথবা তার জীবনে আনন্দময় কিছু করে যেমন বই পড়া বা কোথাও বেড়াতে যাওয়া। প্রাচীণ মানুষের লেখা কিছু বই পড়ে এবং সেই অনুযায়ী কিছু অর্থহীন আচার অনুষ্ঠান করে নিজেকে শ্রেষ্ট ভাবার মতো বোঁকামী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তাই সবার উচিত ধর্মের পেছনে সময় অপচয় না করে সেই সময়টা কাজে লাগিয়ে মানব কল্যাণমুলক কাজ করা। ধর্ম থেকে দুরে থাকাটা বুদ্ধিমান মানুষের অবশ্য কর্তব্য।