এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

আস্তিকদের কথা শুনলে মনে হয়, তাদের কথা হলো - যুক্তি যতই দাও তাল গাছটা আমারই!

পৃথিবীর সব ধর্মের অনুসারীরাই তাদের ধর্মগ্রন্থকে একমাত্র সত্য সৃষ্টিকর্তা দ্বারা প্রদত্ত ধর্মগ্রন্থ বলে বিশ্বাস করে সম্পূর্ণ অন্ধভাবে। এবং তাদের ধর্মগ্রন্থটি হলো নির্ভূল এমনটা মনে করে।
কিন্তু আমরা যখন তাদের ধর্মগ্রন্থকে পড়ে দেখি তখন দেখতে পাই তাদের ধর্মগ্রন্থগুলোতে প্রাচীণ মানুষের ভ্রান্ত ধ্যান ধারণাই বর্ণিত হয়েছে।
ফলে আমরা যখন তাদেরকে তাদের ধর্মগ্রন্থ গুলোর ভূলগুলোকে দেখাই তখন তারা নানা গুজামিল দিতে থাকে। তারা বলতে থাকে, এটা রুপক ভাবে বলা হয়েছে, এটার অর্থটা ভিন্ন, এটা মানা যাবে না ওটা মানতে হবে যদিও ওটা ওখানে লেখা নেই তবুও, সেটা মানা যাবে না অন্যটা মানতে হয়ে ইত্যাদি ইত্যাদি।
অর্থাৎ প্রথমে যদিও তারা দাবী করে তাদের ধর্মগ্রন্থে কোনই ভূল নেই পরে তারাই আবার দাবী করে এটা ওটা সেটার জন্য এটা ওটা সেটা হবে। অর্থাৎ তাদের ধর্মগ্রন্থ কি লেখা আছে সেটা বড় কথা নয়; বড় কথা হচ্ছে তারা কি ভাবে তাদের ধর্মগ্রন্থকে আধুনিক বানাতে পারে সেটাই।
অর্থাৎ যুক্তি যতই দাও তাল গাছটা আমারই!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন