এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

অন্ধবিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন মুসলমানরা

ইসলামের আবির্ভাবের পর থেকে যত সন্ত্রাসীপনা তারা করেছে এবং এখনও করে চলেছে - তারপরেও যারা দাবী করে ইসলাম শাাান্তির ধর্ম তাদের থেকে আবুল মানুষ আর পৃথিবীতে নেই। প্রকৃত সত্য হলো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সন্ত্রাসের মাধ্যমে (যা অন্য কোন ধর্ম হয়নি)। এই সত্যটি যারা অস্বীকার করে জেনে বা না জেনে তারা কাপুরুষ। সত্য জানা এবং সেটা মেনে নেওয়া কোন সাধারণ মানুষের কাজ নয়। তারা অসাধারণ মানুষ।
ইসলাম সন্ত্রারের ধর্ম এটার প্রমাণ ইসলামের সৃষ্টিকর্তা মুহাম্মদ নিজেই। মুহাম্মদ কুরআন এবং হাদিসে তার প্রমাণ রেখে গেছে।
 এখন কেউ যদি ধর্মানুভূতির দুহাই দিয়ে যা এই সত্যটি জানতে এবং অন্য কাউকে জানতে দিতে চায় না তারাই হলো অন্ধবিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন