আমাদের এই
বিশ্ব জগতে সত্যিই কি একজন ঈশ্বর থাকা সম্ভব ?
পৃথিবীতে সাড়ে সাতশো কোটিরও বেশি মানুষ বাস করে l এদের মধ্যে সিংহ ভাগ মানুষ ঈশ্বর বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে l এবং এদের মধ্যে সবাই কোনো না কোনো ধর্ম পালন করে l
পৃথিবীতে প্রায় আড়াই হাজার ধর্ম আছে l এবং প্রত্যেকটি ধর্ম একটির থেকে অন্যটি আলাদা l তাদের আদর্শ , নিয়ম কানুন সবকিছুতেই একটি থেকে অন্যটি ভিন্ন l এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকের ঈশ্বর বা সৃষ্টি কর্তারাও সম্পূর্ণ আলাদা আলাদা l তাদের কারো সাথে কারো মিল নেই l কোনো ধর্মে একটি আবার কোনো ধর্মে হাজার হাজার ঈশ্বর l আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেক ধর্মের অনুসারীরা দাবি করে যে একমাত্র তাদের ধর্ম এবং তাদের ঈশ্বরই হচ্ছে সত্যি আর বাকি সবার ধর্ম এবং ঈশ্বর মিথ্যা l
এবার ধরি, এদের মধ্যে একটা ধর্ম সত্যি l সেই সত্যি ধর্মটা যেকোনো একটি হতে পারে l ফলে বাকি ধর্ম গুলো মিথ্যা হয়ে যায় l এখন আমদের বের করতে হবে কোন ধর্মটা সত্যি l
প্রথমে একটা ধর্ম বেছে নিলাম , ধরি সেটা মুসলিম ধর্ম l মুসলিমরা বলে যে তাদের ধর্ম ইসলাম এবং তাদের সৃষ্টি কর্তা হচ্ছে আল্লাহ l আল্লাহ একজনই এবং তার কোনো আকার নেই এমন একটা সত্তা l যিনি সমস্ত বিশ্বজগত সৃষ্টি করেছেন l এবং এক রক্ষনা বেক্ষনের দায়িত্ব তারই l অর্থাত তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছে l
আল্লাহের অস্তিত্বে বিশ্বাসী মুসলমানরা বলে থাকে তাদের ধর্ম একমাত্র সত্যি ধর্ম এবং বাকি সব ধর্ম এবং সব ধর্মের ঈশ্বররা মিথ্যা l
শুধু তারা এটাও বলে না , তারা বলে আল্লাহের সাথে অনেক নবী বা আল্লাহের দূতগণ সরাসরি বা কোনো মাধ্যমের মাধ্যমে আল্লাহের সাথে সাক্ষাত করেছেন l যেমন তাদের একজন নবী হজরত মুসা (আ:) সরাসরি আল্লাহের সাথে কথা বলেছিলেন l আবার হজরত মোহাম্মদ (স মেরাজের মাধ্যমে আল্লাহের সাক্ষাত পেয়েছিলেন l এবং সে সব নবী রাসুলদের উপর আল্লাহের নিকট থেকে ওহি বা আল্লাহের বাণী প্রেরণ হয়েছে l যদি এসব কথা সত্যি হয়ে থাকে তবে সেই সত্যি ধর্মটা হচ্ছে ইসলাম l
তাহলে আর যেসব ধর্ম আছে সেগুলো ডাহা মিথ্যা এবং তাদের ঈশ্বর বা সৃষ্টি কর্তা গুলোও সম্পূর্ণ রূপে মিথ্যা l
এবার আরেকটা ধর্ম বেছে নেব যারা দাবি করে থাকে একমাত্র তাদের ধর্মই হচ্ছে সত্য ধর্ম l ধরি সেই ধর্মটা হচ্ছে হিন্দু ধর্ম l (আমি হিন্দু ধর্ম খুব ভালো ভাবে জানি না তাই আমার ভুল হতে পারে l) হিন্দু ধর্মের মতে তাদের সৃষ্টি কর্তার নাম হচ্ছে ভগবান l তিনি সমগ্র বিশ্বজগত সৃষ্টি করেছেন l এবং এই ধর্মে হাজার হাজার দেবতা এবং দেবী বিভিন্ন সময়ে পৃথিবীতে এসেছে l এবং মানুষকে সতর্ক বাণী দিয়েছে l এই ধর্মে আবার অনেকগুলো দেবতা ( অসংখ্য )l তারা যুগে যুগে পৃথিবীতে এসে মানুষকে ধর্মের কথা বলেছেন l মানুষকে সৎ পথে নিয়ে এসেছেন l তারা সেইসব দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে প্রার্থনা করে থাকে l তাদের মতে তাদের দেবতারা মানুষের মাঝে এসেছিলেন এবং মানুষ তাদেরকে দেখেছিল ( যেমন ভগবান রাম , কৃষ্ণ ইত্যাদি ) l এখন তাদের কথা যদি সত্যি হয় তাহলে তাদের ধর্মই একমাত্র ধর্ম যেটা সম্পূর্ণ রূপে সত্যি l এবং বাকি সব ধর্ম এবং সেইসব ধর্মের ঈশ্বরগুলো সম্পূর্ণ রূপে মিথ্যা l একমাত্র তাদের ধর্মই চির সত্যি ধর্ম এবং তাদের ঈশ্বরই একমাত্র সত্যি l
এবার আরেকটি ধর্ম বেছে নেব যেটা দাবি করে একমাত্র তাদের ধর্ম এবং তাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তাই সত্যি l আর সেটা হলো খ্রিস্টান ধর্ম l তাদের দাবি মতে তাদের ঈশ্বর বা সৃষ্টি কর্তার নাম God l সে এই বিশ্ব জগতের সব কিছু সৃষ্টি করেছেন l তিনি যুগে যুগে তার দূত প্রেরণ করেছেন মানুষের কাছে যারা মানুষকে গড-এর আদেশ মত চলতে বলেছেন l মানুষ যখন সম্পূর্ণ রূপে গড -কে ভুলে গেল এবং গড-এর দেখানো রাস্তায় না চলে অন্যায় পথে চলতে থাকলো তখন গড তার একটা সন্তান তৈরী করলো যে পৃথিবীতে আসলো মরিয়াম নামে এক কুমারীর গর্ভে l যার নাম জেসাস ক্রাইস্ট l যেটা একটা অলৌকিক ঘটনা হিসেবে খ্রিস্টান অনুসারীরা বিশ্বাস করে l সে পৃথিবীতে এসে মানুষকে গড-এর রাস্তায় আসার জন্য চেষ্টা করতে লাগলো l তার অনুসারীও তৈরী হয়ে গেলে l এবং জেসাস অনেক অলৌকিক কান্ড ঘটিয়ে ছিল যেগুলো কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় l যেমন জন্মান্ধের চোখ ঠিক করা , মৃত মানুষকে জীবিত করা ইত্যাদি l সে সময় ইহুদিরা গেল ক্ষেপে l তারা জিসাসকে শুলে চড়িয়ে হত্যা করলো l মারা গেল জেসাস ক্রাইস্ট l যেহেতু জেসাস ক্রাইস্ট গড-এর পুত্র তাই সে ঠিক তিন দিন পর আবার জীবিত হলো l এবং তার অনুসারীদের কাছে দেখা দিল l তাদেরকে ধর্মের বিভিন্ন উপদেশ দিলেন l তারপর আকাশে উঠে গেলেন l যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় l তারপরে তার অনুসারীরা পরবর্তিতে এই ধর্ম প্রচার করে এবং খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করে l তাদের কথা যদি সত্য হয়ে থাকে তবে একমাত্র তাদের ধর্ম এবং তাদের গড এবং গড-এর পুত্র জেসাস ক্রাইস্ট সত্য l আর বাকি সব ধর্ম এবং সেইসব ধর্মের ঈশ্বর গুলো মিথ্যা l
একই রকম ভাবে ইহুদি , বৈদ্ধ ধর্মের অনুসারীরা দাবি করে থাকে যে তাদের ধর্মই সত্য l বাকি সব ধর্ম মিথ্যা l
এই ধর্ম গুলোর সবাই বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন করে থাকে এমনকি অন্য ধর্মের অনুসারীদের কে নিজের ধর্মে নিয়েও আসে বিভিন্ন রকম সত্যতা দেখিয়ে l এবং বিভিন্ন ধর্মের মানুষই অন্য ধর্মে রুপান্তরিতও হয় l
এখন আমরা ঠিক কোন ধর্মটাকে এবং কোন ধর্মের ঈশ্বর কে বিশ্বাস করবো l সবাই দাবি করে তাদের ধর্মই সত্যি l এবং তাদের ধর্মকে সত্যি বলে প্রতিষ্ঠিতও করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে l তাদের ধর্মে নতুন অনুসারিও আসে অন্য ধর্ম থেকে l
এখন প্রশ্ন হলো একই সাথে সব ধর্মই কি সত্যি হতে পারে ? নাকি সব ধর্মের ঈশ্বর গুলোই একসাথে সত্যি ? এক সাথে সব ঈশ্বর কি সত্যি হতে পারে ? তাহলে একিশ্বর থাকলো কোথায় l তাহলে বিভিন্ন ঈশ্বরের মধ্যে নিশ্চয় বিরোধ লাগে l এক ধর্ম যেহেতু অন্য ধর্মের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের ঈশ্বর গুলোও কি পরস্পর যুদ্ধে লিপ্ত থাকে ? তাহলে তো এক ঈশ্বর আর এক ঈশ্বর কে ধংস করে দিতে পারে যেহেতু তারা সবাই সর্ব শক্তিমান l (সব ঈশ্বর কি একই সাথে সর্ব শক্তিমান হতে পারে?) তাহলে তো ঈশ্বর চিরজীবী সেই কথাটাও মিথ্যে হয়ে যায় l
তাহলে কি সব ঈশ্বরের অস্তিত্ব মিথ্যে হয়ে যায় না ?
এখন আমার প্রশ্ন "এই সব ঈশ্বরের মতবাদ কি পরস্পর কে মিথ্যে প্রমান করে দেয় না ?"
তাহলে কি এত বিতর্কের পরেও কোনো ঈশ্বর সত্যি হতে পারে
পৃথিবীতে সাড়ে সাতশো কোটিরও বেশি মানুষ বাস করে l এদের মধ্যে সিংহ ভাগ মানুষ ঈশ্বর বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে l এবং এদের মধ্যে সবাই কোনো না কোনো ধর্ম পালন করে l
পৃথিবীতে প্রায় আড়াই হাজার ধর্ম আছে l এবং প্রত্যেকটি ধর্ম একটির থেকে অন্যটি আলাদা l তাদের আদর্শ , নিয়ম কানুন সবকিছুতেই একটি থেকে অন্যটি ভিন্ন l এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকের ঈশ্বর বা সৃষ্টি কর্তারাও সম্পূর্ণ আলাদা আলাদা l তাদের কারো সাথে কারো মিল নেই l কোনো ধর্মে একটি আবার কোনো ধর্মে হাজার হাজার ঈশ্বর l আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেক ধর্মের অনুসারীরা দাবি করে যে একমাত্র তাদের ধর্ম এবং তাদের ঈশ্বরই হচ্ছে সত্যি আর বাকি সবার ধর্ম এবং ঈশ্বর মিথ্যা l
এবার ধরি, এদের মধ্যে একটা ধর্ম সত্যি l সেই সত্যি ধর্মটা যেকোনো একটি হতে পারে l ফলে বাকি ধর্ম গুলো মিথ্যা হয়ে যায় l এখন আমদের বের করতে হবে কোন ধর্মটা সত্যি l
প্রথমে একটা ধর্ম বেছে নিলাম , ধরি সেটা মুসলিম ধর্ম l মুসলিমরা বলে যে তাদের ধর্ম ইসলাম এবং তাদের সৃষ্টি কর্তা হচ্ছে আল্লাহ l আল্লাহ একজনই এবং তার কোনো আকার নেই এমন একটা সত্তা l যিনি সমস্ত বিশ্বজগত সৃষ্টি করেছেন l এবং এক রক্ষনা বেক্ষনের দায়িত্ব তারই l অর্থাত তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছে l
আল্লাহের অস্তিত্বে বিশ্বাসী মুসলমানরা বলে থাকে তাদের ধর্ম একমাত্র সত্যি ধর্ম এবং বাকি সব ধর্ম এবং সব ধর্মের ঈশ্বররা মিথ্যা l
শুধু তারা এটাও বলে না , তারা বলে আল্লাহের সাথে অনেক নবী বা আল্লাহের দূতগণ সরাসরি বা কোনো মাধ্যমের মাধ্যমে আল্লাহের সাথে সাক্ষাত করেছেন l যেমন তাদের একজন নবী হজরত মুসা (আ:) সরাসরি আল্লাহের সাথে কথা বলেছিলেন l আবার হজরত মোহাম্মদ (স মেরাজের মাধ্যমে আল্লাহের সাক্ষাত পেয়েছিলেন l এবং সে সব নবী রাসুলদের উপর আল্লাহের নিকট থেকে ওহি বা আল্লাহের বাণী প্রেরণ হয়েছে l যদি এসব কথা সত্যি হয়ে থাকে তবে সেই সত্যি ধর্মটা হচ্ছে ইসলাম l
তাহলে আর যেসব ধর্ম আছে সেগুলো ডাহা মিথ্যা এবং তাদের ঈশ্বর বা সৃষ্টি কর্তা গুলোও সম্পূর্ণ রূপে মিথ্যা l
এবার আরেকটা ধর্ম বেছে নেব যারা দাবি করে থাকে একমাত্র তাদের ধর্মই হচ্ছে সত্য ধর্ম l ধরি সেই ধর্মটা হচ্ছে হিন্দু ধর্ম l (আমি হিন্দু ধর্ম খুব ভালো ভাবে জানি না তাই আমার ভুল হতে পারে l) হিন্দু ধর্মের মতে তাদের সৃষ্টি কর্তার নাম হচ্ছে ভগবান l তিনি সমগ্র বিশ্বজগত সৃষ্টি করেছেন l এবং এই ধর্মে হাজার হাজার দেবতা এবং দেবী বিভিন্ন সময়ে পৃথিবীতে এসেছে l এবং মানুষকে সতর্ক বাণী দিয়েছে l এই ধর্মে আবার অনেকগুলো দেবতা ( অসংখ্য )l তারা যুগে যুগে পৃথিবীতে এসে মানুষকে ধর্মের কথা বলেছেন l মানুষকে সৎ পথে নিয়ে এসেছেন l তারা সেইসব দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে প্রার্থনা করে থাকে l তাদের মতে তাদের দেবতারা মানুষের মাঝে এসেছিলেন এবং মানুষ তাদেরকে দেখেছিল ( যেমন ভগবান রাম , কৃষ্ণ ইত্যাদি ) l এখন তাদের কথা যদি সত্যি হয় তাহলে তাদের ধর্মই একমাত্র ধর্ম যেটা সম্পূর্ণ রূপে সত্যি l এবং বাকি সব ধর্ম এবং সেইসব ধর্মের ঈশ্বরগুলো সম্পূর্ণ রূপে মিথ্যা l একমাত্র তাদের ধর্মই চির সত্যি ধর্ম এবং তাদের ঈশ্বরই একমাত্র সত্যি l
এবার আরেকটি ধর্ম বেছে নেব যেটা দাবি করে একমাত্র তাদের ধর্ম এবং তাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তাই সত্যি l আর সেটা হলো খ্রিস্টান ধর্ম l তাদের দাবি মতে তাদের ঈশ্বর বা সৃষ্টি কর্তার নাম God l সে এই বিশ্ব জগতের সব কিছু সৃষ্টি করেছেন l তিনি যুগে যুগে তার দূত প্রেরণ করেছেন মানুষের কাছে যারা মানুষকে গড-এর আদেশ মত চলতে বলেছেন l মানুষ যখন সম্পূর্ণ রূপে গড -কে ভুলে গেল এবং গড-এর দেখানো রাস্তায় না চলে অন্যায় পথে চলতে থাকলো তখন গড তার একটা সন্তান তৈরী করলো যে পৃথিবীতে আসলো মরিয়াম নামে এক কুমারীর গর্ভে l যার নাম জেসাস ক্রাইস্ট l যেটা একটা অলৌকিক ঘটনা হিসেবে খ্রিস্টান অনুসারীরা বিশ্বাস করে l সে পৃথিবীতে এসে মানুষকে গড-এর রাস্তায় আসার জন্য চেষ্টা করতে লাগলো l তার অনুসারীও তৈরী হয়ে গেলে l এবং জেসাস অনেক অলৌকিক কান্ড ঘটিয়ে ছিল যেগুলো কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় l যেমন জন্মান্ধের চোখ ঠিক করা , মৃত মানুষকে জীবিত করা ইত্যাদি l সে সময় ইহুদিরা গেল ক্ষেপে l তারা জিসাসকে শুলে চড়িয়ে হত্যা করলো l মারা গেল জেসাস ক্রাইস্ট l যেহেতু জেসাস ক্রাইস্ট গড-এর পুত্র তাই সে ঠিক তিন দিন পর আবার জীবিত হলো l এবং তার অনুসারীদের কাছে দেখা দিল l তাদেরকে ধর্মের বিভিন্ন উপদেশ দিলেন l তারপর আকাশে উঠে গেলেন l যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় l তারপরে তার অনুসারীরা পরবর্তিতে এই ধর্ম প্রচার করে এবং খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করে l তাদের কথা যদি সত্য হয়ে থাকে তবে একমাত্র তাদের ধর্ম এবং তাদের গড এবং গড-এর পুত্র জেসাস ক্রাইস্ট সত্য l আর বাকি সব ধর্ম এবং সেইসব ধর্মের ঈশ্বর গুলো মিথ্যা l
একই রকম ভাবে ইহুদি , বৈদ্ধ ধর্মের অনুসারীরা দাবি করে থাকে যে তাদের ধর্মই সত্য l বাকি সব ধর্ম মিথ্যা l
এই ধর্ম গুলোর সবাই বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন করে থাকে এমনকি অন্য ধর্মের অনুসারীদের কে নিজের ধর্মে নিয়েও আসে বিভিন্ন রকম সত্যতা দেখিয়ে l এবং বিভিন্ন ধর্মের মানুষই অন্য ধর্মে রুপান্তরিতও হয় l
এখন আমরা ঠিক কোন ধর্মটাকে এবং কোন ধর্মের ঈশ্বর কে বিশ্বাস করবো l সবাই দাবি করে তাদের ধর্মই সত্যি l এবং তাদের ধর্মকে সত্যি বলে প্রতিষ্ঠিতও করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে l তাদের ধর্মে নতুন অনুসারিও আসে অন্য ধর্ম থেকে l
এখন প্রশ্ন হলো একই সাথে সব ধর্মই কি সত্যি হতে পারে ? নাকি সব ধর্মের ঈশ্বর গুলোই একসাথে সত্যি ? এক সাথে সব ঈশ্বর কি সত্যি হতে পারে ? তাহলে একিশ্বর থাকলো কোথায় l তাহলে বিভিন্ন ঈশ্বরের মধ্যে নিশ্চয় বিরোধ লাগে l এক ধর্ম যেহেতু অন্য ধর্মের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের ঈশ্বর গুলোও কি পরস্পর যুদ্ধে লিপ্ত থাকে ? তাহলে তো এক ঈশ্বর আর এক ঈশ্বর কে ধংস করে দিতে পারে যেহেতু তারা সবাই সর্ব শক্তিমান l (সব ঈশ্বর কি একই সাথে সর্ব শক্তিমান হতে পারে?) তাহলে তো ঈশ্বর চিরজীবী সেই কথাটাও মিথ্যে হয়ে যায় l
তাহলে কি সব ঈশ্বরের অস্তিত্ব মিথ্যে হয়ে যায় না ?
এখন আমার প্রশ্ন "এই সব ঈশ্বরের মতবাদ কি পরস্পর কে মিথ্যে প্রমান করে দেয় না ?"
তাহলে কি এত বিতর্কের পরেও কোনো ঈশ্বর সত্যি হতে পারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন