এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

কেন এই ব্লগ?

আমি অনলাইনে অনেক দিন যাবত লেখালেখি করছি মানবিক মানব নামে। আমি এসেইস্ট নামে আমার একটি ব্যক্তিগত ব্লগও আছে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার একটি ব্যক্তিগত ব্লগের দরকার যেখানে আমি আমার মনের অভিব্যক্তিগুলো শেয়ার করতে পারি। তাই এই ব্লগটি আমি তৈরি করলাম।

1 টি মন্তব্য:

  1. স্রষ্টার পরিচয়ের খুব কাছাকছি চলে গেছেন কিন্তু চিনতে পারছেন না। আমি আপনার লেখা সহ যারা ইসলাম ধর্ম ত্যাগকরে নাস্তিক হয়েছে তাদের লেখা পরে বুঝতে পেরেছি। আপনারা নাস্তিক নন। মুখে বলছেন কিন্তু আপনাদের মন বলছে না। জিদ, ক্রোধ ও অভিমানের বর্শবর্তী হয়ে আপনার এই পরিচয় দিচ্ছেন। যেমন: ছোট একটি উদাহরণ দিচ্ছি, দুই প্রেমিক প্রেমিকার প্রেম হঠাৎ ভুল বুঝাবুঝির কারণে প্রেমিক প্রেমিকাকে পাতাই দিচ্ছে না। ফলে প্রেমিকা সেই প্রেমিকে তার মনে ক্ষোভ এবং অতিমাত্রায় ভালবাসার কারণে প্রমিকের সামনে সামনে অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ায় যাতে প্রেমিকে ভিতরে তার গুপ্ত ভালবাসা জাগরত হয়। প্রেমিক তখন তার সেই সুপ্ত ভালবাসাকে আবারও প্রেমিকার নিকট উপস্থাপন করতে চায়। ঠিক আপনি সেই কাজটি করছেণ। আপনি নাস্তিক নয় বরং উচ্চমানের আস্তিক।এটাই আমার ধারণা। আশা করি আমার উদ্যেশে কিছু লিখবেন।

    উত্তরমুছুন