আস্তিকদের প্রায়ই বলতে শোনা যায় যে, পৃথিবীর সব মানুষই নাকি জন্মের সময় তার (দাবীকারীর) ধর্মের অনুসারী হয়ে জন্ম নেয়। পরবর্তীতে ভিন্ন ধর্মের প্রভাবে তারা তাদের পিতা মাতার ধর্মের অনুসারী হয়ে যায়।
এখন প্রশ্ন হলো, এই একই দাবী করে মুসলমান, হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ এবং আরো অনেক ধর্মই। এমনকি সব ধর্মের অনুসারীরাই এটাকে দৃঢ় সত্য বলে দাবি করে কোন প্রকার প্রমান ছাড়াই।
তাহলে প্রশ্ন হলো প্রকৃতপক্ষে জন্ম নেওয়া শিশুটি আসলে কোন ধর্মের অনুসারী হয়ে জন্মে?
আমরা জানি এই প্রশ্ন মুসলমান বা হিন্দু বা খৃষ্টান যাদেরকেই করা হোক না কেন তারা তাদের চোখ বন্ধ করে দাবী করবে ওই শিশুটে তাদের ধর্মের অনুসারী হয়েই জন্মেছে।
কিন্তু যখনই তাদের কাছে তাদের দাবীর প্রমাণ চাওয়া হবে তারা নানা রকমের চাপাবাজি করা শুরু করে দেবে। কিন্তু কোন প্রমাণই দিতে পারবে না।
ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে ওইসব ধর্মের অনুসারীদের করা দাবীর কোনই ভিত্তি নেই। কারণ প্রকৃত সত্য হলো কোন শিশুই কোন নির্দিষ্ট ধর্মের অনুসারী হয়ে জন্ম নেয় না। তারা আসলে নিরপেক্ষ থাকে। কিন্ত তাদেরকে তাদের পিতা-মাতাগণ তাদের ধর্ম চাপিয়ে দেয় শৈশবে। যখন তারা সত্য মিথ্যা যাচাই করার মতো কোন জ্ঞানই অর্জন করে না।
এভাবেই ধর্মগুলো যুগযুগ ধরে টিকে আছে।
এখন প্রশ্ন হলো, এই একই দাবী করে মুসলমান, হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ এবং আরো অনেক ধর্মই। এমনকি সব ধর্মের অনুসারীরাই এটাকে দৃঢ় সত্য বলে দাবি করে কোন প্রকার প্রমান ছাড়াই।
তাহলে প্রশ্ন হলো প্রকৃতপক্ষে জন্ম নেওয়া শিশুটি আসলে কোন ধর্মের অনুসারী হয়ে জন্মে?
আমরা জানি এই প্রশ্ন মুসলমান বা হিন্দু বা খৃষ্টান যাদেরকেই করা হোক না কেন তারা তাদের চোখ বন্ধ করে দাবী করবে ওই শিশুটে তাদের ধর্মের অনুসারী হয়েই জন্মেছে।
কিন্তু যখনই তাদের কাছে তাদের দাবীর প্রমাণ চাওয়া হবে তারা নানা রকমের চাপাবাজি করা শুরু করে দেবে। কিন্তু কোন প্রমাণই দিতে পারবে না।
ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে ওইসব ধর্মের অনুসারীদের করা দাবীর কোনই ভিত্তি নেই। কারণ প্রকৃত সত্য হলো কোন শিশুই কোন নির্দিষ্ট ধর্মের অনুসারী হয়ে জন্ম নেয় না। তারা আসলে নিরপেক্ষ থাকে। কিন্ত তাদেরকে তাদের পিতা-মাতাগণ তাদের ধর্ম চাপিয়ে দেয় শৈশবে। যখন তারা সত্য মিথ্যা যাচাই করার মতো কোন জ্ঞানই অর্জন করে না।
এভাবেই ধর্মগুলো যুগযুগ ধরে টিকে আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন