এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

তবুও কি আস্তিকদের হুস হবে না?

পৃথিবীতে ধার্মিকদের চেয়ে নাস্তিক, অজ্ঞেয়বাদীরা অপরাধ করে অনেক কম। অপরদিকে ধার্মিকরা প্রতিনিয়ত অন্যায় করে চলেছে। পৃথিবীতে এমন কোন অপরাধ নেই যা আস্তিকরা করছে না। তবুও কি তাদের হুস হবে না? নাস্তিকদেরকে তারা এতো ঘৃণা করে কেন? ওরাতো যুক্তির কথা বলে; বলে বিজ্ঞানের কথা। তবে ওরা এতো ক্ষেপে যায় কেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন