নাসির নগরে যা হয়েছে সেটা নিয়ে সারা দেশের মানুষই কথা বলছে, প্রতিবাদ করছে। ধর্মানুভূতি নামের অযৌক্তিক এর অনুভূতির দাবী তুলে দেশে অনেক আগে থেকেই নিষ্ঠুর আক্রমন হয়ে এসেছে। এবারো তার ব্যতিক্রম নয়। ধর্ম মানুষকে কতটা অমানুষ করে তুলে সেটা বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাগুলো দেখলেই বুঝা যায়। যুগে যুগে ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এখনও তার ধারা অব্যাহত আছে। যতদিন পৃথিবীতে ধর্ম আছে ততদিন পৃথিবীতে ধ্বংসাত্বক অপরাধগুলো চলতেই থাকবে। আর ইসলাম বিশ্বে প্রধান সন্ত্রাসীর রুপ ধারণ করেছে (ইসলাম আসলে সব সময়ই সব ধর্মের থেকে বেশী সন্ত্রাসীপণা করে এসেছে সবসময়)। আজ যদি ধর্মকে; ধর্মের বর্বরতাকে গলা টিপে না ধরা হয় তবে খুব বেশী দিন বাকী নেই বাংলাদেশ একটি পরিত্যাক্ত জনবসতিহীন হয়ে যাবে। ইসলাম এক দল আরেক দলকে হত্যা করে করে বাংলাদেশটাকে শেষ করে দিবে। সময় এসেছে সভ্য হবার। কুসংস্কার বাদ দিয়ে জ্ঞানকে আকড়ে ধরতে হবে, অন্ধবিশ্বাস থেকে বেড়িয়ে এসে যৌক্তিক বিজ্ঞান নির্ভর সভ্যতা গঠন করতে হবে। তবেই দেশ থেকে কৃসংস্কারময় ধর্ম এবং সাম্প্রদায়িকতার মতো ভয়াবহ ধর্মীয় কার্যকলাপ বন্ধ হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন